বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
হলিউডের ‘মোস্ট পেড’ তারকাদের একজন এ্যাঞ্জেলিনা জোলি! ২০১৪ সালে সিনেমা পিছু নিয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ডলার। অথচ লন্ডনের ‘জেব্রা ওয়ান গ্যালারি’র নিলামে এ বছর নায়িকার নগ্ন ছবির দাম উঠল টেনেটুনে ১ হাজার ৮শ’ ইউরো। তাতে বেশ হতাশ নিলামকারী প্রতিষ্ঠানটি।
১৯৯৫ সালে ডাকসাইটে ফটোগ্রাফার কেট গার্নার জোলির দুটো সাদা-কালো ছবি তুলেছিলেন! তখন তার বয়স মাত্র ২০ বছর। হলিউডে পায়ের তলার জমি শক্ত হতে বেশ বাকি! সেই সময়ের একটা ছবিতে দেখা যাচ্ছে হাঁটু মুড়ে বসে আছেন তিনি। পা দুটো একটা কালো রেশমি সুতোয় বাঁধা! ন্যুড মেকআপে কাজলটানা দুটো চোখে একটা অব্যক্ত ইশারা। আর, বিশেষ করে চোখে পড়ে তার বিখ্যাত ঠোঁট-ফোলানো অভিব্যক্তি।
আর একটা ছবিও একই সঙ্গে এসেছে সবার চোখের সামনে। কেট গার্নারেরই তোলা ওই সাদা-কালো ছবিটি নায়িকার মুখের ক্লোজআপ। এক দৃষ্টিতে সেই ছবিতে অ্যাঞ্জেলিনা তাকিয়ে রয়েছেন ক্যামেরার লেন্সের দিকে।