Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

63 বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
এখনও পর্যন্ত বীথি সরকার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। শুটিং চলছে একটির। তবে এরই মধ্যে আরও নতুন চারটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

চলতি মাস থেকেই একের পর এক নতুন চলচ্চিত্রগুলোর শুটিং শুরু হতে যাচ্ছে। যে নতুন চারটি চলচ্চিত্রে বীথি সরকার চুক্তিবদ্ধ হয়েছেন সেগুলো হচ্ছে মাসুম পারভেজ রুবেলের ‘মিশন ইম্পসিবল’ (নাম বাংলায় রাখা হবে শিগগিরই), আঁকা রেজা গালিবের ‘কালের পুতুল’, রাজু আহম্মেদের ‘পানি’ ও পিএ কাজলের নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্র।

আসছে ৮ই সেপ্টেম্বর থেকে দ্বিতীয়বারের মতো বীথি ইমপ্রেস টেলফিল্ম প্রযোজিত ‘কালের পুতুল’ চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। এ ছাড়া অক্টোবর মাসের ২ তারিখ থেকে তিনি শুরু করবেন রাজ আহম্মেদের ‘পানি’ চলচ্চিত্রের কাজ। পিএ কাজলের চলচ্চিত্রের শিডিউল এখনও চূড়ান্ত না হলেও আসছে জানুয়ারি থেকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বীথি সরকার জানান। মাসুম পারভেজ রুবেল পরিচালিত চলচ্চিত্রটির শুটিং হবে দেশের বাইরে আসছে নভেম্বর মাসে।

উল্লেখ্য, এরই মধ্যে বীথি অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘হেডমাস্টার’ ও গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ‘হরিজুপিয়া’ মুক্তি পেয়েছে। এ ছাড়া শুটিং চলছে তার অভিনীত ‘কারণ তোমায় ভালোবাসি’ চলচ্চিত্রের। এটিও নির্মাণ করছেন শিমুল। চ্যানেল আইতে বীথি অভিনীত রোকেয়া প্রাচী পরিচালিত ‘সেলাই পরিবার’ ও তাহের শিপন পরিচালিত ‘ভৈরব’ ধারাবাহিক নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এ ছাড়া আসছে ঈদে বীথি সরকার অভিনীত ছয়টি নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।