Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
পুরো চলচ্চিত্র নয়, মাত্র একটি আইটেম নাচের জন্যই তিনি নাকি পাবেন দেড় কোটি রুপি! আর এ প্রস্তাব পেয়েছেন ‘হ্যাপি এন্ডিং’ খ্যাত ইলিয়ানা ডি ক্রুজ। বলিউডে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এমন গুঞ্জন।
তেলেগু ছবি ‘ব্র“স লি’র আইটেম নাম্বারের জন্য এ প্রস্তাব দেয়া হয়েছে ইলিয়ানাকে। ওই ছবিতে এক স্টান্টম্যানের চরিত্রে অভিনয় করছেন রামচরণ তেজা; ছবিতে তার ডাকনাম ব্র“স লি। একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে রাকুল প্রীত সিংকেও।

তেলুগু ইন্ডাস্ট্রির খ্যাতিমান পরিচালক শ্রীনু ভাটিয়ালা ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন। অনেক ভাবনা-চিন্তার পরই নাকি ইলিয়ানাকে পছন্দ করেছেন শ্রীনু।

তবে ওই নাচের জন্য এখনও নাকি মেলেনি ইলিয়ানার সম্মতি। তাহলে কি তার নাচের জাদু থেকে বঞ্চিত হচ্ছেন ইলিয়ানার ভক্তরা!

২০০৬ সালে প্রথম ছবি ‘দেভাদাসু’তেই দর্শকের নজর কাড়েন ইলিয়ানা। তেলেগু ওই ছবিটির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি। তেলেগু ছবিতে শীর্ষ অভিনেত্রীর স্থান দখলের পর ২০১২ সালে অনুরাগ বসু পরিচালিত ‘বারফি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ইলিয়ানা। ২০১৪ সালে সাইফ আলী খানের বিপরীতে ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে সর্বশেষ দেখা গেছে তাকে।

ইলিয়ানা এখন শাহরুখ খানের বিপরীতে ‘ফ্যান’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের আগস্টে।