Wed. Sep 17th, 2025
Advertisements

47বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস। ফ্লাশিং মিডওয়েতে বছরের শেষ গ্র্যান্ডস্লামে দ্বিতীয় রাউন্ডে নিজ নিজ খেলায় জয় পেতে অবশ্য বেশ ঘাম ঝড়াতে হয়েছে এ তারকাদের।

পুরুষ এককে আর্জেন্টাইন দিয়েগো সোয়ার্টজম্যানের বিপক্ষে প্রথম সেটে টাইব্রেকারে জয় (৭-৬) পান নাদাল। পরের সেটে ৬-৩ গেমে সহজেই উতরে যান স্প্যানিশ তারকা। তবে শেষ সেটে বিশ্ব আট নম্বর তারকার বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতা (৭-৫) করে হারেন ৭৪ নম্বর বাছাই দিয়েগো।

অন্যদিকে নারী এককে ডাচ কন্যা কিকি বারটেনসের বিপক্ষে ৭-৬ ও ৬-৩ গেমে জয় পান এক নম্বর বাছাই সেরেনা। প্রথম সেটে যুক্তরাষ্ট্রের এ তারকা কিকির বিপক্ষে ২-৪ গেমে পিছিয়ে ছিলেন। আর টাইব্রেকারে গড়ানো সেটে ০-৪ গেমে পিছিয়ে ছিলেন সেরেনা। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত ভাবে খেলে জয় তুলে নেন তিনি।

সেরেনা এবারের ইউএস ওপেন জিতলে প্রথমবার এক বছরের চারটি গ্র্যান্ডস্লাম শিরোপা ঘরে তুলবেন। এর আগে ২০১৫ সালের ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন ওপেন জেতেন তিনি।