Tue. Sep 16th, 2025
Advertisements

57 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রোজ বোলে মাঠে নামছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অ্যাশেজে ৩-২ ব্যবধানে হারের পর অজিদের চিন্তায় ওডিআই সিরিজ জয়। তাই এ নিয়ে অনুশীলনে কঠোর পরিশ্রম করেন দলের ক্রিকেটাররা। তবে অনুশীলনে সফরকারী দুই ফাস্ট বোলারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে!

বুধবার (০২ সেপ্টেম্বর) অনুশীলনে নাথান কোল্টার-নাইল ও জেমস প্যাটিনসনের মাঝে হাতাহাতি লক্ষ্য করা যায়। এক পর্যায়ে তারা একজন আরেক জনের জার্সি পর্যন্ত ছিঁড়ে ফেলেন! বিষয়টি পুরোপুরি বক্সিং রিংয়ের মত লাগে।

ক্রিকেটপ্রেমীদের উত্তেজিত হওয়ার কিছু নেই। শ্রেফ মজা করেই এমন কাণ্ড ঘটিয়েছেন এই অজিরা। কি কারণে এমনটি করেছেন তা জানা না গেলেও তাদের মুখের হাস্যজ্জ্বল অভিব্যক্তি দেখেই বোঝা যায় রসিকতা করেছেন নাইল ও প্যাটিনসন।

ইংলিশদের বিপক্ষে অজিদের পেস আক্রমণে থাকবেন মিচেল স্টার্ক, কোল্টার-নাইল, প্যাটিনসন ও প্যাট কামিন্স। এই চারজন বোলারই ঘণ্টায় ৯০ মাইল গতিতে বোলিং করতে পারেন।