Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
টুইটারে সার্থক খের নামের এক ছেলে শাহরুখকে অনুরোধ করে, শাহরুখ যেন স্বার্থকের পছন্দের মেয়েটিকে বলে দেয় তার সঙ্গে ডেট করার জন্য।

শাহরুখ হেসে তাকে উত্তর দেয়, ‘আমি বললে সে তোমার সঙ্গে ডেট করতে যাবে না।’

আর এই উত্তর পেয়ে সার্থক খুশিতে উচ্ছল হয়ে উঠে। সে ভাবতেই পারেনি শাহরুখ তার টুইটের উত্তর দিতে পারে। এই টুইটটি সে তার পছন্দের মেয়েটিকে দেখাতেই সে তার সঙ্গে ডেট করতে রাজি হয়ে যায়।

সার্থক শাহরুখকে আবার টুইট করে জানায়, ‘সে আমাকে ইয়েস বলেছে’। তখন শাহরুখ তাকে উপদেশ দেয়, ‘তাকে সম্মানের সঙ্গে ভালবেসো, সঙ্গে সুন্দরভাবে মজাও করো।’

স্বপ্নপূরণের গল্পোটাও যেন ঠিক স্বপ্নের মতো। তবে নামই যার সার্থক তার স্বপ্নতো সার্থক হওয়ারই ছিল। আর এভাবেই স্বপ্ন সার্থক হয়ে যায়।