Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৫
ভারত ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে দৌড়াবেন এমন ঘোষণা দিয়ে সর্বপ্রথম আলোচনায় আসেন সেক্সসিম্বল মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। যদিও নিজের কথা তিনি রাখেননি। তবে নগ্ন হয়ে বিভিন্ন ফটোশুটে ক্যামেরাবন্দি হয়েছেন ঠিকই। এরপর নিয়মিতই ইন্টারনেটে নিজের নগ্ন ছবি প্রকাশ করে আলোচনায় থেকেছেন।

এদিকে ‘নাশা’ ছবির মাধ্যমে বলিউডেও অভিষেক হয় তার। প্রাপ্তবয়স্ক এ ছবিতেও নগ্নতা ছড়িয়েছেন পুনম। এরই মধ্যে নতুন আরও একটি প্রাপ্তবয়স্ক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন তিনি। তবে নতুন খবর হলো এবার পর্দাকন্যা ইয়োগা ভিডিওর মাধ্যমে নগ্নতা ছড়াচ্ছেন। গত কয়েক মাস ধরে নিজের ইয়োগা করা বেশ কয়েকটি ছবি তিনি প্রকাশ করেছেন ধারাবাহিকভাবে। আগেই ঘোষণা দিয়েছিলেন একটি ইয়োগা ভিডিও প্রকাশ করবেন। নিজের কথা রেখেছেন এ মডেল-অভিনেত্রী।

চলতি মাসের প্রথম দিনেই নিজের ইয়োগা ভিডিওর ট্রেইলার প্রকাশ করেছেন তিনি, যেখানে অর্ধনগ্ন অবস্থায় আবিষ্কার করা গেছে পুনমকে। পূর্ণ ভিডিওটিতে ইয়োগার এমন কিছু বিষয় তিনি তুলে ধরেছেন, যার মাধ্যমে নারীদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলোর সৌন্দর্য ও ফিটনেস বৃদ্ধি পাবে। পাশাপাশি শারীরিক সৌন্দর্যও বাড়িয়ে দেবে।

আর এ ভিডিওটি করতে গিয়ে কয়েকটি দৃশ্যে পুরোপুরি নগ্ন পুনমকেও পাওয়া যাবে। শনিবার পুনমের এ ভিডিওটি প্রকাশ পাবে ইন্টারনেটে। সিডি আকারেও এটি প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ২৪ বছর বয়সী মডেল-অভিনেত্রী পুনম পান্ডে বলেন, অনেক দিন ধরেই এ ইয়োগা ভিডিও নিয়ে কাজ করছি। অবশেষে এর ট্রেইলার প্রকাশ করলাম। অনেক ভাল সাড়া পাচ্ছি। সবাই খুব প্রশংসা করছেন। আমি জানি সবাই পুরো ভিডিও দেখার অপেক্ষায় আছেন। অনেক চমক অপেক্ষা করছে সবার জন্য। এ ভিডিওতে এমন কিছু আমি দেখিয়েছি যেটা এর আগে কেউ দেখেননি। আশা করছি উপভোগ্য হবে।