Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
২০১২ সালে প্রথমবারের মত বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে রোমান্টিক ক্যামেস্ট্রি দেখিয়ে ভারতীয় দর্শকদের প্রাণ জুড়িয়ে ছিলেন শীর্ষস্থানীয় আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ফের শাহরুখ ও ক্যাটরিনা জুটির দর্শকপ্রিয়তাকে পুঁজি করে বলিউডের পর্দায় তাদের একত্র করতে চলেছেন মেধাবী নির্মাতা আনন্দ লাল রাই।

জানা গেছে,ইয়াশ চোপড়ার ‘জাব তাক হ্যায় জান’-এ শাহরুখ ও ক্যাটরিনার রোম্যান্স দর্শক দারুণ পছন্দ করেছিল। সেই কেমিস্ট্রি আবার ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর ‘তনু ওয়েডস মনু’ নির্মাতা আনন্দ লাল রাই। আর তাই নিজের পরের ছবিতে শাহরুখের সঙ্গে ক্যাটরিনাকেই বাছাই করেছেন তিনি। যদিও ছবিটিতে সালমান খানকেই প্রথম পছন্দ ছিল আনন্দের। কিন্তু সলমান খান রাজি না হওয়ায় শাহরুখকে দিয়েই ছবিটি নির্মাণ করতে চান আনন্দ। এরমধ্যে ক্যাটরিনার সাথে নাকি প্রাথমকি পর্যায়ের কথাও শেষ হয়েছে।

এসম্পর্কে আনন্দ লালের প্রডাকশনের একজন বলেন, আনন্দ এবং ক্যাটরিনার মধ্যে প্রাথমি কথাবার্তা শেষ হয়েছে, কিন্তু এখনো ক্যাটরিনাকে ছবির স্ক্রিপ্টটি দেয়া হয়নি।

উল্লেখ্য, ২০১২ সালে ইয়াশ চোপড়া নির্মাণ করেছিলেন শাহরুখ ও ক্যাটরিনাকে নিয়ে প্রথম ছবি ‘জাব তাক হ্যায় জান’, ছবিটি বছরের সেরা ছবি হিসেবে বক্স অফিস গরম করেছিল। বর্তমানে ক্যাটরিনা ‘বারবার দেখো’ এবং শাহরুখ খান ‘দিলওয়ালে’ ছবির কাজে ব্যস্ত থাকায় আনন্দ লাল রাই সামনের বছরের শুরুতেই নতুন ছবির কাজ শুরু করবেন বলে জানা গেছে।