খোলা বাজার২৪, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫: মডেল হিসেবেই আইরিন সুলতানা পরিচিতি লাভ করেন। এরপর দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্র এনে দেয় তারকাখ্যাতি।
বর্তমানে হাতে আছে ১০টির মতো চলচ্চিত্র। এর মধ্যে এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’, সুস্ময় সুমন পরিচালিত ‘তোকে হেব্বি লাগছে’ অন্যতম। ব্যস্ত এ অভিনেত্রীর জন্মদিন শুক্রবার (৪ সেপ্টেম্বর)।
জন্মদিনের শুভেচ্ছার উত্তরে জানা যায়, শুটিং সেটেই কাটছে আইরিনের জন্মদিন। রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চলছে ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের দৃশ্যধারণ। এতে অংশ নিচ্ছেন আসিফ, আইরিনসহ অনেকে।
আইরিন বলেন, “চলচ্চিত্রের মানুষগুলো তো আমার পরিবারেরই অংশ। আমার কাছে মনে হচ্ছে নিজের বাড়িতেই সময় কাটাচ্ছি। জন্মদিন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের শুটিং করছি। এখানে অনেক সিনিয়র শিল্পীরা আছেন। সিনেমাটির প্রায় ৮০ ভাগ দৃশ্যধারণ শেষ। এখন বিচ্ছিন্নভাবে কিছু অংশের দৃশ্যধারণ হচ্ছে।”
র্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু আইরিনের। এরপর অভিনয় করেন আশুতোষ সুজনের ধারাবাহিক নাটক ‘ম্যানপাওয়ার’, তানভীর হাসান প্রবালের ‘তবুও সংশয়’ এবং আফসানা মিমির ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’সহ বেশ কিছু নাটকে। পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও দেখা গেছে তাকে।
এখন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই আইরিনের যত ব্যস্ততা। চলচ্চিত্র নিয়েই সাজিয়েছেন স্বপ্নের ডালপালা। তাই র্যাম্পে আর হাঁটছেন না তিনি। টিভি নাটক থেকেও আপাতত ছুটি নিয়েছেন। দৃষ্টিনন্দন গ্ল্যামার, আর সাবলীল অভিনয় দিয়ে চলচ্চিত্রে স্থায়ীভাবে জায়গা করে নিতে চান।
এ দিকে ‘এক পৃথিবী প্রেম’ নিয়ে আইরিন বলেন, “চলচ্চিত্রটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতোই হবে। এসএ হক অলিক অনেক গুণী নির্মাতা। এর আগে রিয়াজ-পূর্ণিমা জুটিকে নিয়ে নির্মাণ করেছেন ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশছোঁয়া ভালোবাসা’। এই দুটি সিনেমা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আরো ভালোবাসবো তোমায়’। শাকিব-পরী জুটির এই সিনেমাটিও দর্শকের কাছে দারুণ প্রশংসা কুড়িয়েছে। আমার বিশ্বাস ‘এক পৃথিবী প্রেম’ও সবার ভাললাগার মতো হবে।”