Wed. Oct 15th, 2025
Advertisements

19 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
মামলার সংখ্যা কমে যাওয়ায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কেবল একটি ট্রাইব্যুনাল রেখে নতুন চেয়ারম্যান ও সদস্যদের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। রোববার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এখন মামলা কম। তাই দুই নম্বর ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে, তবে বাতিল হচ্ছে না। সরকার চাইলেই আবার সক্রিয় করা যাবে।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর দুটি বিধি সংশোধন করা হয়েছে। দুটি ট্রাইব্যুনালের মধ্যে একটি না থাকলে যেন একটিই অনুপস্থিত ট্রাইব্যুনালের কাজ করতে পারেন, এমন বিধান রেখে বিধি দুটি সংশোধন করা হয়।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। এরপর দেশের বিভিন্ন অঞ্চল থেকে অভিযোগ এসে জমা পড়তে থাকে তদন্ত সংস্থায়।

একপর্যায়ে ট্রাইব্যুনালে বেড়ে যায় মামলার সংখ্যা। পরে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে ২০১২ সালের ২২ মার্চ গঠন করা হয় আরও একটি ট্রাইব্যুনাল। তবে মামলার সংখ্যা কমতে থাকায় গত প্রায় এক বছর ধরেই ট্রাইব্যুনালের সংখ্যা কমানোর কথা শোনা যাচ্ছিল।