শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নিয়ে কোনো প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে শিল্পী নির্বাচন করছে না কোনো প্রতিষ্ঠান। অনেকদিন পর এ ধরনের একটি উদ্যোগ নিলেন অসম্ভবকে সম্ভব করার নায়ক অনন্ত জলিল। চলচ্চিত্রে নতুন মুখ উপহার দিতে ট্যালেন্ট হান্ট কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন তিনি। আজ এফডিসিতে এটিএন বাংলার নিজস্ব স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশের শিল্পী সংকট দূর করতে সক্ষম হবে।
চলচ্চিত্র জীবনের শুরু থেকেই একের পর এক সুদূরপ্রসারী ও বিশ্বমানের আয়োজনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পকে পূর্ণতা দিয়ে আসছেন এই চলচ্চিত্রকার। ট্যালেন্ট হান্টের মাধ্যমে চলচ্চিত্রকে আরেক ধাপ উন্নতির পথে নিয়ে যেতে চান তিনি।
এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত নতুন শিল্পীরাই অনন্তের ‘দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক’ ছবিতে অভিনয় করবেন। এ আয়োজনের টেলিকম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড, মিডিয়া পার্টনার হিসেবে এটিএন বাংলা, এ ছাড়া সাথে থাকবে ড্যানিশ। এটি ২৬টি পর্ব সরাসরি দেখানো হবে এটিএন বাংলায়। ১৫টি ক্যাটাগরিতে ছবিটির জন্য ২৫ জন শিল্পী নির্বাচন করা হবে। প্রবাসীরাও এই আয়োজনে অংশ নিতে পারবেন। নির্বাচিত শিল্পীরাই ছবিতে অনন্ত-বর্ষার সাথে অভিনয় করবেন।
এজন্য এরই মধ্যে গত ২০ মে থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত চলেছে নিবন্ধন। এরই মধ্যে তিন হাজার মিল্পী এতে নিজেদের নাম লিখিয়েছেন বলে জানা গেছে।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া- এই আটটি জোনে অডিশন অনুষ্ঠিত হবে। এটিএন বাংলা ২৬ পর্বে প্রতি শুক্র ও শনিবার রাত ৮ টা ৪৫ মিনিটে অনুষ্ঠান প্রচার করবে। খুব শীগগিরই অনুষ্ঠানের তারিখ জানানো হবে।