শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
কঠোর ডায়েট, নিয়মিত জিম, পরিমিত জীবনযাত্রা- কিন্তু তাতেও ওজন কমছে না। তাই নিরুপায় হয়ে ওয়েট লস সার্জারির দ্বারস্থ হলেন পরিণীতি চোপড়া। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচার করিয়েছেন এই নায়িকা। তাতেই কমে গেছে ১০ কিলো ওজন।
গোপন সূত্রের খবর এখন সবাই জানে- দশ কিলো ওজন কমাতে ১০ লাখ টাকা খরচ করতে হয়েছে তাকে। তবে তার খুশির কাছে এই অঙ্ক অনেকই কম। ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘ওজন বেশি থাকায় অনেক পোশাক পড়তে পারতেন না পরিণীতা। কিন্তু এখন অনায়াসেই পড়তে পারছেন। তাই বেজায় খুশি নায়িকা’।
তাছাড়া ফিল্মি কেরিয়ারগ্রাফও ক্রমাগত নীচের দিকে নামছিল পরিণীতির। কিন্তু ওজন কমাতেই সিকে ছিঁড়ল ভাগ্যের। জুসি ম্যাগাজিনের ‘কভার গার্ল’ হয়ে হট ইমেজে বন্দি হলেন ক্যামেরায়।