শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
কয়েক বছর আগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি যোগব্যায়ামের ওপর ভিডিও এ্যালবাম প্রকাশ করে আলোচনায় এসেছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করেছেন বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। শিল্পার চেয়ে তিনি একটু সরস। ইউটিউবে ‘পুনম পান্ডে হট ইয়োগা’ শিরোনামে যোগ ব্যায়ামের টিজার ছেড়েই তিনি হইচই ফেলে দিয়েছেন। পুরো ভিডিওতে নিশ্চয়ই ‘দেখার মতো’ কিছু আছে— এমন আভাসই দিয়েছেন পুনম।
পুনমের ফিগার যে অনেকেরই ঈর্ষার কারণ, সে কথা বলাই বাহুল্য। তাই ২৪ বছর বয়সী পুনমের পরামর্শ তার মতো ফিগার পেতে রোজ করতে হবে যোগব্যায়াম। সেই কারণেই এই ভিডিও নিয়ে আসছেন তিনি। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ৫ সেপ্টেম্বর ইউটিউবে রিলিজ হওয়ার কথা পুনমের সেই যোগ-ভিডিও।
এদিকে বলিউডে তৈরি হচ্ছে হেলেনের বায়োপিক, যেখানে হেলের নাম ভূমিকায় দেখা যাবে দনাশা’খ্যাত পুনমকে।