রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
‘হেট স্টোরি’র প্রথম দুই সিকুয়্যালের সফলতার পর এবারে তৈরি হচ্ছে হেট স্টোরি-থ্রি। দ্বিতীয় সিক্যুয়ালের মতো এই ছবিতেও বদল হয়েছে নায়িকা।
প্রথম দুই সিকুয়্যালে সফল ছিলেন পাওলি দাম, সুরভীন চাওলা। তবুও নতুন কারও উত্তাপ দিয়ে দর্শক মাতাতে চান এর প্রযোজনা প্রতিষ্ঠান। এবারে পর্দায় দেখা যাবে ডেইজি শাহর শরীরী জাদু। তবে বদল হচ্ছে না নায়ক। এবারের পর্বে ডেইজির বিপরীতে থাকছে করণ গ্রোভার। এছাড়া দেখা যাবে জেরিন খান ও শারমীন জোশীকে।
বদলে গেছে সিনেমাটির মুক্তি দিনও। ১১-এর পরিবর্তে হেট স্টোরি-থ্রি মুক্তি পেতে চলেছে ৪ ডিসেম্বর।
টি-সিরিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছে ভূষণ কুমার। ইরোটিক থ্রিলারটি পরিচালনা করছেন বিশাল পাণ্ডে। এর আগের সিকুয়্যালটিও তিনি পরিচালনা করেন।