Wed. Oct 15th, 2025
Advertisements

47রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের নাসির উদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের মামলা এবং জামালপুরের আটজনের বিরুদ্ধে মামলা দু’টি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলা দু’টি স্থানান্তর করা হয়।

আইন মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রাইব্যুনালের ধারা সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দু’টি বেঞ্চ থেকে একটি বেঞ্চ বন্ধ করার পরিপ্রেক্ষিতে এই মামলা দু’টি স্থানান্তর করা হয়।

ট্রাইব্যুনাল-২ এ কিশোরগঞ্জের নাসির উদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। এ মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।

পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে জামালপুরের আট জনের বিরুদ্ধে করা মামলাটিও অভিযোগ গঠনের শুনানির জন্য অপক্ষেমাণ রাখা হয়েছিল। মামলাটির প্রসিকিউটর হলেন প্রসিকিউটর তাপস কান্তি বল।