মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫ : ‘আশিকি’ ছবি মুক্তি পাওয়ার আগেই এর গানগুলো ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পায়। এখানে কলকাতার নায়ক অঙ্কুশের বিপরীতে কাজ করেছেন বাংলাদেশের মেয়ে নুসরাত ফারিয়া। নিজের প্রথম ছবিতে অঙ্কুশের বিপরীতে কাজ করতে পেরে অনেক বেজায় খুশি ফারিয়া। এবার নতুন খবর হল বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন লাস্যময়ী এই মডেল ও উপস্থাপক। ছবির নাম ‘গাওয়া- দ্য উইটনেস’। ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত।
ক্যারিয়ারের শুরুতে বলিউডের ছবিতে ফারিয়া কাজ করছেন, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার বলেই মনে করেন ফারিয়া। এখানেই শেষ নয়। ছবিটিতে তাঁর নায়ক হিসেবে থাকছেন হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইমরান হাশমি। ছবিটিতে আরও কাজ করবেন নওয়াজউদ্দিন সিদ্দিক ও পায়েল সরকার। খবরটি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া নিজেই। এর আগেই অবশ্য ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশ পেয়েছে খবরটি।
খবরটা পড়ার পর অনুভূতি কী? এমন প্রশ্ন করতেই নুসরাত ফারিয়া বললেন, ‘উফ! আমি খুব উত্তেজিত’। আজ তো আপনার জন্মদিন। শুভ দিনে দর্শকরা আপনারা শুভ সংবাদ পেল।
কিন্তু ইমরান ও নওয়াজের মতো শক্তিশালী অভিনেতার সঙ্গে কাজ করার বিষয়টি পাকাপাকি হল কবে? প্রশ্ন শুনে মুখ খুললেন নুসরাত ফারিয়া। মুখে হাসি নিয়ে ফারিয়া বললেন, ‘প্রায় আট মাস আগে এই ছবির সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু আমি আসলে চাইনি দর্শকরা খবরটা সঙ্গে সঙ্গে জানুক। সবকিছু চুড়ান্ত হওয়ার পর জানাতে চেয়েছি’।
‘আশিকি’ ছবি করার জন্য নয় মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন ফারিয়া। এই ছবির জন্য কোন ধরনের প্রস্তুতি নিচ্ছেন? ফারিয়া উত্তরে বললেন, ‘এখনও নেয়া শুরু করিনি। তবে খুব দ্রুত প্রস্তুতি নেয়া শুরু করব। ছবির কাজ নভেম্বরে শুরু হবে’।
বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন। হিন্দি ভাষায় দখল কতটুকু আছে আপনার? ফারিয়া একটু ভেবে বললেন, “বাংলা ও ইংরেজি ছাড়াও আমি হিন্দি, উর্দু ভাষায় অনেক দক্ষ। আমি যেহেতু উপস্থাপনা করতাম, তাই এশিয়া মহাদেশের জন্য যে ভাষাগুলো জানা খুব জরুরি সেগুলো আমি নিজে থেকে রপ্ত করেছি। ‘গাওয়া- দ্য উইটনেস’ ছবির অডিশনও আমি হিন্দিতেই দিয়েছি। ছবির কাস্টিং পরিচালক অপূর্ব জোসেফ আমাকে খুব পছন্দ করেছেন। মূলত তিনি আমাকে ‘আশিকি’ছবির সেটে দেখে প্রস্তাব করেন এই ছবিতে অডিশন দেয়ার জন্য। আমি খুব লাকি’।
ইমরান হাশমির দেখা কোন ছবিটি আপনার প্রিয়? ‘হামারি আধুরি কাহিনী’ ছবিটি অনেক ভালো লেগেছে’ ,জানালেন ফারিয়া। ইমরানের সঙ্গে কি আলাপ হয়েছ? ‘এখনও সরাসরি আলাপ হয়নি। তবে শুনেছি তিনি আমার অনেক প্রশাংসা করেছেন’, বেশ চনমনে হয়েই কথাগুলো বললেন ফারিয়া।
বলিউডের ছবি নিয়ে ফারিয়া উত্তেজিত হলেও আপতত ‘আশিকি’ ছবি নিয়েই তিনি ব্যস্ত থাকতে চান। চলতি মাসে অন্য কিছু নিয়ে ভাবতে চাননা এই অভিনেত্রী। তবে ঈদের পরপর উড়াল দেবেন ভারতে। শুরু করবেন পরবর্তী ছবির প্রস্তুতি। অঙ্কুশ ও ইমরানের সঙ্গে ফারিয়ার ‘আশিকি’ কেমন হবে? পর্দায় তাদের রসায়ন দেখতে হলে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন।