Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
সব আইনি বিপত্তি পেরিয়ে ‘রানা প্লাজা’ যখন আলোর মুখ দেখার অপেক্ষায়, তখন আবারও আদালতের হস্তক্ষেপ। শুক্রবার তাই প্রেক্ষাগৃহে আসছে না পরীমনি – সায়মনের ‘রানা প্লাজা’।

মুক্তির ঠিক আগেই আদালতের এমন সিদ্ধান্তকে পরীমনি বলছেন, “স্রেফ ইয়ার্কি”। বৃহস্পতিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এভাবেই নিজের ক্ষোভ জানান।

পরীমনি ফেইসবুকে লিখেছেন, “কি লিখবো বুঝতে পারছি না। আমি জানি আমার থেকেও দর্শকের বেশি আগ্রহ ছিলো ‘রানা প্লাজা’ দেখার। কিন্তু কিছুক্ষণ আগে আমি জানলাম, আমার ছবি আবারও আটকানো হয়েছে ১৪ তারিখ পর্যন্ত। দেখা যাক কি হয়!”

গেল সপ্তাহে আপিল বিভাগ সিনেমাটি প্রদর্শন ও সম্প্রচারের অনুমতি দিলেও সেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে ১৪ সেপ্টেম্বর ‘রানা প্লাজা’র প্রদর্শন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ।

রিভিউ আবেদনটি করেছিলেন ন্যাশনাল গার্মেন্টস অ্যাসোসিয়েশন ওয়ার্কার্স লীগের সভাপতি সিরাজুল ইসলাম।

পরীমনি বলেন, “খবরটি শোনার পর এবার সত্যি আমার কান্না পাচ্ছে। এত কিছুর পর ছবিটি মুক্তি পাবে, আর তখনই বাধা। আসলে একদল চাইছে না, আমাদের ঢাকার সিনেমা উন্নত হোক। আমরা সত্যি কাহিনি নিয়ে সিনেমা বানাই। এটা যে শুধু ‘রানা প্লাজা’র ক্ষতি হলো, এমনটি নয়। একই সঙ্গে সিনেমাটির সঙ্গে জড়িয়ে থাকা হল মালিক, হল শ্রমিক, প্রচারণার কাজে ব্যস্ত প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মীরা সবাই ক্ষতিগ্রস্থ হল।”

সিনেমাটির প্রধান নায়ক সায়মন সাদিক বলেন, “কষ্ট তো হবেই। আদালতের নির্দেশ, আমার কিছু বলার নাই।”

সিনেমাটির পরিচালক নজরুল ইসলাম খানের প্রশ্ন, “আমার সঙ্গেই এমনটা কেন হচ্ছে?”

নজরুল বলেন, “আমার আর পথে বসা বাকি থাকলো না। তবে আমি আইনি পথেই লড়াই করবো। আইনের প্রতি আমার আস্থা আছে। তারা নিশ্চয়ই বিবেচনা করবেন।”

নজরুল জানান, ‘রানা প্লাজা’ সিনেমাটি শুক্রবার ৮০টি হলে মুক্তি পাওয়ার কথা ছিল।