Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
সম্প্রতি পোল্যান্ড সফরে গিয়েছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্যারিস হিলটন। সেখানে কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি। বেশ ভালভাবেই শেষ হচ্ছিল তার এ সফর। কিন্তু পোল্যান্ড থেকে ফেরার পথে বেধে যায় বিপত্তি। তিনি নিজের গাড়ি করে এয়ারপোর্ট আসছিলেন। সেখানে অপেক্ষা করছিল তার প্রাইভেট জেট বিমান। সেটায় চেপেই পরবর্তী গন্তব্যে যাওয়ার কথা ছিল প্যারিসের।

কিন্তু গাড়ি করে এয়ারপোর্ট আসার সময় তিনি অনুভব করলেন তার হাতের দামি আংটিটি নেই। ঘাবড়ে যান প্যারিস। কারণ আংটিটি শুধু মূল্যবান নয়, মহামূল্যবান। এর মূল্য ৩ লাখ ৪০ হাজার ডলার। এরপর এয়ারপোর্টে এসে বিষয়টি সবাইকে অবহিত করেন তিনি। এয়ারপোর্ট কর্তৃপক্ষও খোঁজ শুরু করে দেন। কিন্তু প্যারিস সব আশা ছেড়ে দিয়েছিলেন। তিনি ধরেই নিয়েছিলেন আগের দিন পারফরমেন্সের সময়ই তার আংটিটি হারিয়ে গেছে।

ঠিক সেই সময়ে ভাগ্যবতী প্যারিসের কাছে ফোন এলো। ফোনে জানানো হলো মিলে গেছে তার আংটি। তিনি যেখানে পারফর্ম করছিলেন সেখানে আগুনের ঝলকানির জন্য একজন ফায়ারম্যান নিয়োগ করা হয়েছিল। আর সেই ফায়ারম্যানই কুড়িয়ে পেয়েছেন ওই আংটি। কিন্তু লোভে পড়েননি তিনি। আয়োজক কর্তৃপক্ষকে বিষয়টি তিনি জানান। ব্যাস, আয়োজক কর্তৃপক্ষ প্যারিসকে ফোন দিয়ে জানালো আংটিটি পাওয়া গেছে। প্যারিসতো আনন্দে আটখানা। সঙ্গে সঙ্গেই ফায়ারম্যানকে তার পক্ষ থেকে একটি বড় অংকের অর্থ পুরস্কার হিসেবে দেয়া হলো।

এ প্রসঙ্গে প্যারিস বলেন, এ হীরার আংটিটি দামের দিক দিয়ে যেমন মূল্যবান, তেমনি আমি এটাকে নিজের ভাগ্যও মনে করি। তাই এ আংটিটি আমি সব সময় পরে থাকি। এটা যখন হারিয়েছি তখন মনে হচ্ছিল আমি পৃথিবী হারিয়ে ফেলেছি। কিন্তু এটা পাওয়ার পর যে কি আনন্দ হচ্ছিল বোঝাতে পারবো না। এজন্য সংশ্লিষ্ট ফায়ারম্যানকে অনেক ধন্যবাদ। পৃথিবীতে যে এখনও এরকম ভাল মানুষ আছে সেটা আবারও উপলব্ধি করলাম।