Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
ঢাকাই চলচ্চিত্রের মানোন্নয়নের জন্য আরও উন্নত নীতির প্রয়োজন বলে মনে করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সম্প্রতি বিএফডিসি অপু বলেছেন,“আমাদের চলচ্চিত্রের এখন যে হাল, এজন্য আরও ভালো পলিসি চাই। আমরা এ মুহূর্তে কোন ধরনের সিনেমা চাই, আমরা কোন খাতে কিভাবে লগ্নি করবো, ডিজিটাল ক্যামেরা, যন্ত্রপাতি আমরা কিভাবে ব্যবহার করবো- সব কিছু নিয়ে নতুন করে পলিসি হওয়া উচিত। আমাদের এখন আরও উন্নত পলিসি চাই।”

অপু মনে করেন, প্রতি বছরই এমন কিছু সিনেমা নির্মিত হচ্ছে, যা আদৌ চলচ্চিত্র কি না, তা নিয়েই সন্দেহ হয়। এসব সিনেমা চলচ্চিত্রাঙ্গনের ‘নাম ডুবাচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।

ঈদ-উল-আযহায় মুক্তি পেতে যাচ্ছে অপুর ‘রাজাবাবু’ সিনেমাটি। শাকিব খানের বিপরীতে এই সিনেমাটি কতোটা সফল হবে – এমন প্রশ্নে অপু বললেন, “সিনেমাটিতে একেবারেই দেশীয় আবহ রাখা হয়েছে, কোনো বিদেশী আমেজ নাই। দেশের দর্শকদের কথা ভেবে আমরা তাদের মতো করেই সব কিছু হাজির করছি। আমার বিশ্বাস আমার আগের সব ঈদের সিনেমা থেকে এ সিনেমাটি আরও বেশি ভালো হবে।”

এবারের ঈদে অপুর ‘রাজাবাবু’ সিনেমার পাশাপাশি মুক্তি পাবে নুসরাত ফারিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’। বিগ বাজেটের সেই ছবির সঙ্গে নিজের সিনেমার প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি মানতে তিনি নারাজ।

“আমি প্রতিযোগিতার ব্যাপারটি একটু অন্যভাবে দেখি। এখানে আমিও কাজ করছি, নুসরাতও কাজ করছে। মাঠে লড়তে গেলে সবাইকেই কাজ করতে হবে। সবাই নিজেদের মতো করে চলচ্চিত্র নির্মাণ করছে, প্রতিটি সিনেমার আয়োজনও আলাদা। আমি চাই, সবার সিনেমাই ব্যবসা করুক।”

ঈদে একাধিক সিনেমা মুক্তির ব্যাপারেও অপুর রয়েছে ভিন্ন মত।

“আমার মনে হয় না, এক ঈদে এক সঙ্গে সব বিগ বাজেট সিনেমা মুক্তি দেয়ার দরকার আছে। একটি ঈদে একটি বিগ বাজেটের সিনেমাই যথেষ্ট। একটি সিনেমা নিয়েই দর্শকের আগ্রহ থাকবে। প্রযোজকরাও লগ্নি করতে আরও বেশি আগ্রহী হবেন।”