খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
ইন্সটাগ্রামে নয়া রানী টেইলর সুইফ্ট। ফটো শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে জনপ্রিয়তার দিক থেকে কিম কার্দাশিয়ানকেও ছাড়িয়ে গেছেন পপ তারকা টেইলর সুইফ্ট।
ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, মাত্র এক লাখ অনুসারীর ব্যবধানে কিম কার্দাশিয়ানকে পেছনে ফেলেছেন সুইফট। ইন্সটাগ্রামে এখন সুইফ্টের অনুসারীর সংখ্যা ৪ কোটি ৫৬ লাখ, যেখানে কিমের অনুসারী রয়েছেন ৪ কোটি ৫৫ লাখ।
টিভি তারকা কিম এবং গায়িকা বিয়ন্সে নোলেসকে ছাড়িয়ে ইন্সটাগ্রামে সবচেয়ে জনপ্রিয় তারকার খেতাব নিজের করে নিয়েছেস সুইফ্ট।