Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
‘আমি নিজেকে কখনই স্টার মনে করি না। একজন সাধারণ মানুষ হিসেবেই মনে করি। সবাই আমাকে বিশাল বড় তারকা মনে করে। ভাবে, আমি বোধ হয় অন্যদের থেকে আলাদা। বাস্তব কিন্তু তা নয়। আমি ১০ জনের মতোই একজন।’ এমনই সাদাসিধা বক্তব্য যাঁর, তিনি স্বয়ং সালমান খান। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। তাঁর জীবনধারা একেবারেই সাধারণ।

বলিউডের প্রথম সারির এই নায়কের সাধারণ জীবনযাত্রার অবশ্য রয়েছে অনেক নমুনাও। সলমান বলেন, ‘আমি যে শার্ট পরি, তার দাম সর্বোচ্চ সাড়ে পাঁচশ থেকে ছয়শ রুপি। এ ছাড়া আমার পরনের জিন্সের বয়স নিদেনপক্ষে ১৫ বছর।’

সালমানের এই কথা শুনে হয়তো অনেকের চোখ কপালে ওঠার জোগাড় হবে। তবে সালমান-কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। সালমান জানান, তাঁর জুতা জোড়ার বয়স নাকি কম করে কুড়ি বছর! আসলে সালমান খানকে অনস্ক্রিনে দেখে যাঁরা মনে করেন, বাস্তব জীবনে সলমান খান বুঝি ওই রকম, তাঁরা কিন্তু চরম ভুল ভাবছেন। একেবারে সাদামাটা, সাবলীল, বন্ধুবৎসল সালমান বাস্তবে একেবারেই অন্য মানুষ। ভীষণ রকমের প্রাণচঞ্চল এবং দিলখোলা এই মানুষটিকে ঘিরে বলিউড তারকাদের মধ্যেও রয়েছে ভালোবাসার ঢল। সল্লু ভাইয়ের হাত ধরে অনেক নায়িকাও যেমন বলিউডে পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছেন, তেমনি সল্লু মিয়াকে নিয়ে ছবি করার ক্ষেত্রেও রয়েছে পরিচালকদের আগ্রহ। কারণ একটাই, তাঁর সরলতা এবং মিশুক চরিত্র।

নিজের জীবন সম্পর্কে বলতে গিয়ে সালমান আরো বলেন, ‘আমি বহু পরিচালক ও গল্পলেখকের সঙ্গে কাজ করেছি। সেসব কাজ করতে করতে শিখে গেছি যে কোন ক্ষেত্রে আমার কী পছন্দ করা দরকার, আর কী রিজেক্ট করা দরকার—সেই মতোই ছবির প্রয়োজনে দর্শক আমাকে সেই ছবির চরিত্র অনুযায়ী দেখে থাকেন। তাই বলে চরিত্রের আমি কখনই বাস্তবের আমি নই। আমার পছন্দ করা চিত্রনাট্য দর্শক দেখেন।’ সালমানের এই সহজ, সরল আর স্বাভাবিক জীবনই তাঁকে বলিউডের মাটিতে অন্য মাত্রা এনে দিয়েছে।