Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
পর্নো জগত থেকে বলিউডে আসা সানি লিওনকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা উচিত— ‘কনট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্তের এই মন্তব্য ঘিরেই শোরগোল শুরু হয়েছে বলিউড পাড়ায়।

বেশ কয়েক বছর হল সানি পর্নো সিনেমা থেকে বেরিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেছেন। তবুও কন্ডোম প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন কিংবা ছবিতে গানের উত্তেজক দৃশ্যে অভিনয়ের জন্য তাকে সমালোচনা শুনতে হয়েছে বারবার।

এবার সেই আসরে নামলেন রাখিও। সম্প্রতি তিনি বলেন, সানি পর্দায় এমন দৃশ্যে অভিনয় করছেন যা সাধারণ মানুষকে উত্তেজিত করে তুলছে। আর সে জন্যই বাস্তবে ধর্ষণ বাড়ছে। তাই ওকে ভারত থেকেই বের করে দেওয়া উচিত। তার মতে, পুরো জামাকাপড় পরে কাজ করলেই সানিকে অভিনয় করতে দেওয়া উচিত।

দিন কয়েক আগেই উত্তর প্রদেশের গাজিপুরে একটি র‌্যালিতে যোগ দিতে গিয়েছিলেন বাম নেতা অতুল আনজন। সেখানেই দেশজুড়ে মেয়েদের ওপরে অত্যাচার সম্পর্কে বলার সময়ে সানি লিওনের প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, সানি লিওন নামে এক অভিনেত্রী আছেন। তিনি অনেক পর্নো ছবিতে কাজ করেছেন। এখন তিনি কন্ডোম প্রস্তুতকারক সংস্থার হয়ে একটি অশ্লীল বিজ্ঞাপন করেছেন। বারবার এই বিজ্ঞাপন টিভি চ্যানেলে, সংবাদমাধ্যমে দেখানোর ফলেই ধর্ষণের মতো ঘটনা বেড়েছে।

রাখির মন্তব্য নিয়ে মুখ না খুললেও অতুলের মন্তব্যের পর জন্য টুইটারে সানি জানিয়েছিলেন, ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিক মতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।

অভিনেত্রী রাখি সাওয়ান্তের নামের সঙ্গেও জড়িয়ে রয়েছে বিতর্ক। সমালোকচদের মতে, সানির বিষয়ে মন্তব্য করার আগে রাখির নিজের দিকটাও ভাবা উচিত।