Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
78রাজধানীর ফার্মগেট এলাকার একটি হোটেলে গোপন বৈঠক করার সময় ৪১ শিবির কর্মীকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হোটেল গিভেন্সির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ফার্মগেটের হোটেল গিভেন্সিতে অভিযান চালানো হয়। এসময় ওই হোটেলের দ্বিতীয় তলা থেকে ৪১ শিবির কর্মীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার পরিকল্পনা করার জন্য তারা সেখানে জড়ো হচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন ওই পুলশ কর্মকর্তা।