Mon. Sep 15th, 2025
Advertisements

65খোলা বাজার২৪ ॥  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববার থেকে ক্লাস বর্জন ও রাজপথ অবরোধের ঘোষণা দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে রাজধানীর বারিধারার এক রেস্টুরেন্টে সাংবাদিকদের এ তথ্য জানান তারা।

ভ্যাট প্রত্যাহারে সরকারের সহযোগিতা চেয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই আন্দোলন শুধু সরকারের ভ্যাট বিষয়ক সিদ্ধান্তের বিরুদ্ধে, কোনোভাবেই সরকারের বিরুদ্ধে না। আমরা চাই সুষ্ঠুভাবে ক্লাসে ফিরে যেতে, অব্যাহত রাখতে চাই আমাদের শিক্ষা কার্যক্রম। শিক্ষা অর্জন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।