Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

75খোলা বাজার২৪ ॥  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
হলিউডের অভিনেতা টম ক্রুজের নতুন একটি ছবির শুটিংয়ের সময় মারাত্মক এক বিমান দুর্ঘটনায় বিমানচালকসহ প্রাণ হারিয়েছেন দুজন। টম ক্রুজের ছবির শুটিংয়ে ১১ সেপ্টেম্বর ঘটা এ দুর্ঘটনায় দুজনের প্রাণহানি ও একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কলম্বিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ভয়াবহ এই দুর্ঘটনার কার​ণে ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে নির্মিতব্য এ ছবির শুটিং আপাতত বন্ধ। সিএনএনর ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনা ঘটার সময় বিমানটিতে টম ক্রুজ ছিলেন না।

এদিকে, ইউনিভার্সাল পিকচার্স বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

অন্যরকম