খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
চার বছর পর নতুন গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাসান। গানটির শিরোনাম ‘আসলেনা ফিরে’। ডিজে রাহাতের সংগীতায়োজনে সম্প্রতি দিলু রোডের গায়েনবাড়ী স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণ হয়। ‘মুছে যাওয়া স্বপ্নে আজো তোমায় খুঁজি/ঘুমঘোরে মনে হয় ফিরে এলে বুঝি’- এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মীর মাসুম। চলতি বছরের শেষদিকে দেশসেরা শিল্পীদের নিয়ে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করবেন রাহাত। সে অ্যালবামে থাকবে গানটি। তার আগে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। ভিডিওতে হাসানের সঙ্গে ডিজে রাহাতকেও দেখা যাবে।