Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ ও শোয়েব দম্পতির ঘরে এলো নতুন অতিথি। রবিবার সকাল ১১টায় ইউনাইটেড হাসপাতালে মৌসুমী নাগ-শোয়েব দম্পতি প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন। এই প্রসঙ্গে শোয়েব বলেন, ‘বাবা হওয়ার পর ঘোরের মধ্যে সময় কাটছে। জন্মের আগেই ছেলের দুটা নামও ঠিক করা ছিল। মৌসুমী নাগ এখনো অপারেশন থিয়েটারে। ও বেরুলেই আমরা আমাদের ছেলের নাম রাখবো।’ প্রসঙ্গত ২০১৩ সালের ২৯ আগস্ট অভিনেতা শোয়েবকে বিয়ে করেন মৌসুমী নাগ। এর আগে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ভাই মিঠু বিশ্বাসের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে তার। সে সংসারে একটি ছেলে রয়েছে। এই ছেলেসহ শোয়েবের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মৌসুমী। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রার্থনা’, তন্ময় তানসেনের ‘রান আউট’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী। দুটি ছবিই আছে মুক্তির অপেক্ষায়।