খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
কন্ডমের বিজ্ঞাপনের মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে সাবেক পর্ন স্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওনকে তলব করেছে পাঞ্জাবের পুলিশ। ‘রক্ষা জ্যোতি ফাউন্ডেশন’ নামে একটি এনজিওর অভিযোগের ভিত্তিতে গত শনিবার সানি লিওন, কন্ডম উৎপাদনকারী ওই কোম্পানি ও বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পাঞ্জাবের লুধিয়ানার পুলিশ। এ বিষয়ে তাদের জবানবন্দী রেকর্ড করা হয়। আগামী ২১ সেপ্টেম্বর তাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে। গত বুধবার লুধিয়ানার পুলিশ কমিশনার পরমরাজ সিং উমরানাঙ্গলের কাছে অভিযোগটি দায়ের করে ‘রক্ষা জ্যোতি ফাউন্ডেশন’। বিজ্ঞাপনটি সমাজে ‘অশ্লীলতা ছড়াচ্ছে’ বলে অভিযোগ করা হয় এতে। কন্ডমের ওই বিজ্ঞাপনটি সম্প্রচারের পর থেকেই এ নিয়ে ভারতজুড়ে সমালোচনা শুরু হয়। উত্তরপ্রদেশে বাম নেতা অতুলকুমার অনজান তখন বলেন, ‘সানি লিওনের অশ্লীল বিজ্ঞাপনে দেশে ধর্ষণ বাড়ছে।’ এরপর নয়া দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করেন সমাজকর্মীরা। এরপর অভিনেত্রী রাখি সাওয়ান্ত সানি লিওনকে ভারত থেকে নিষিদ্ধ করার আহ্বান জানান। টুইটার বার্তায় সানি লিওন এসব সমালোচনার জবাব দেন এভাবে, ‘ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।’ বিজ্ঞাপনটি নিয়ে সর্বশেষ এই অশ্লীলতার অভিযোগ আনল রক্ষা জ্যোতি ফাউন্ডেশন।