খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
মাস পাঁচেক আগে পেয়েছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কার। ‘কুইন’ ছবিতে অভিনয়ের জন্য দ্বিতীয়বারের মতো মর্যাদাকর এ পুরস্কার পাওয়ার সময়ই ব্যস্ত ছিলেন ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবি নিয়ে। কঙ্গনা প্রায় একার প্রচেষ্টায়ই হিট করিয়েছেন ছবিটি। ২৮ বছর বয়সী এ অভিনেত্রীর সাম্প্রতিক প্রোফাইল তাই সাফল্যে জ্বলজ্বল করছে। সম্প্রতি তার কথাবার্তায় অনেকটা পরিবর্তন এসেছে; যতই সাফল্য আসছে ততই বলিউডে বন্ধুত্ব নিয়ে সমালোচনামুখর হয়ে উঠছেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি আবারও এধরনের মন্তব্য করে আলোচনায় এসেছেন এ নায়িকা। এক টিভি শোতে কঙ্গনা বলেন, ‘বলিউডে স্বার্থ হাসিলের জন্য অনেকেই নকল বন্ধুত্ব দেখান। এরমধ্যে শারীরিক সম্পর্কও থাকে। ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে গেলে এমন শারীরিক সম্পর্কের পথ বেছে নেন অনেকেই।’ বিষ্ফোরক এসব মন্তব্যের পর তাই স্বভাবতই প্রশ্ন উঠে- কঙ্গনা কি কারো কাছ থেকে দুঃখ পেয়েছেন? নাকি বন্ধুত্বের নামে স্বার্থপরতা কিংবা দেহলোভীদের শিকার হলেন তিনি? কঙ্গনার এসব মন্তব্য নিয়ে মুম্বাইয়ের বলিউড পাড়ায়ও শুরু হয়েছে তুমুল আলোচনা- সমালোচনা। এক পক্ষ বলছেন, কঙ্গনা আসলে বাস্তবতাকেই তুলে ধরেছেন। আবার তার সমালোচকরা বলছেন, আলোচনায় থাকার জন্যই এসব ফালতু কথা বলছেন কঙ্গনা।