খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
আমির খানের পর এবার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে চলেছেন সালমান খানও। নিজের পরবর্তী সিনেমা ‘সুলতান’-এ তিনি অভিনয় করবেন একজন কুস্তিগীরের চরিত্রে; আর সে কারণে পরের মাস থেকেই ওজন বাড়ানোর জন্য বিশেষ খাদ্যাভাস এবং অনুশীলনের মধ্য দিয়ে যাবেন তিনি। সম্প্রতি সালমান এক সাক্ষাৎকারে বলেন, “এটা খুব স্নায়ুক্ষয়ী একটি সিনেমা হতে যাচ্ছে। আমাকে অনেক ওজন বাড়াতে হবে। এটা একটা অ্যাকশন সিনেমা। একটি পেশিবহুল সুঠাম দেহ এর জন্য আবশ্যক।” এই দেহ পেতে সালমানকে বিশেষ ধরনের খাদ্যাভাস গড়ে তুলতে হবে । এ বিষয়ে এক সূত্র হিন্দুস্তান টাইমকে জানায়, “সালমান এখন সুরাজ বারজাতিয়ার সিনেমার শেষ কিছু অংশের কাজ করছেন। দুই সপ্তাহের মধ্যে এই কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এরপর পরের সিনেমাটির কাজ শুরু করবেন সালমান।” সূত্রটি আরও জানায়, “কিছুদিন পরই সিনেমাটির কাজ শুরু হবে। তারা কোনো বিরতি ছাড়াই শুটিং করবে। এবং তাদের লক্ষ্য ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া। সিনেমার নির্মাণ-পরবর্তী কাজেও তারা অনেক সময় দিতে চায়।” এর আগে আমির খান শিরোনামে এসেছিলেন “াঙ্গাল’ সিনেমার জন্য ওজন বাড়িয়ে। সিনেমায় মুষ্টিযোদ্ধা মহাবীর ফোগাটের। চরিত্রের প্রযোজনে ওজন বাড়িয়ে ৯০ কেজিতে নিয়ে এসেছেন পারফেকশনিস্ট খান।