Mon. Sep 15th, 2025
Advertisements

1খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
আজ সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে ২৪ সেপ্টেম্বর। জিলহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ হয়। আর চাঁদ দেখা না গেলে এই মাস গড়াবে ৩০ দিনে। সেক্ষেত্রে ঈদ হবে ২৫ সেপ্টেম্বর। এদিকে গালফ নিউজের এক খবরে বলা হয়েছে সৌদি আরবে হজ্জ্ব হবে ২৩ সেপ্টেম্বর। সেদিন ঈদ উল আযহা পালন করবেন সৌদিসহ বেশিরভাগ আরব দেশের মুসলমানরা। তবে, বাংলাদেশে পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। সন্ধ্যা সাতটায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ঈদের তারিখ চূড়ান্ত হবে। রবিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।