খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
বিশ্বনন্দিত পপ তারকা রিহানা নিজের গানের মাধ্যমে সবসময়ই আলোচনায় থাকেন। অতীতে গানের বাইরেও তাকে নিয়ে বিতর্ক কম হয়নি। বিভিন্ন জনের সঙ্গে সেক্স স্ক্যান্ডাল, টুইটারে নগ্ন ছবি পোস্ট এবং পারফরম করতে করতে পরনের পোশাক খুলে ফেলা কিংবা প্রেমঘটিত বিষয়ের মাধ্যমে মিডিয়ার সংবাদে পরিণত হয়ে আসছেন এ তারকা। তবে এবার অদ্ভুত এক কা- ঘটালেন তিনি। এর আগে এমনটি কখনও করেননি রিহানা। বহুদিন ধরেই হিপহপ তারকা ট্রেভিস স্কটের সঙ্গে এ গায়িকার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। অবশ্য বিষয়টি গোপনও তারা রাখতে চাননি। তবে সম্প্রতি একটি পার্টিতে রিহানার সঙ্গে দেখা হয়ে যায় স্কটের। আর সঙ্গে সঙ্গেই রিহানা যেন বেসামাল পড়েন। বিষয়টি ঘটেছে গেল শুক্রবার রাতে। এ রাতে লস অ্যাঞ্জেলেসের একটি পাঁচ তারকা হোটেলে একটি ফ্যাশন উইক পার্টি ছিল। সেই পার্টিতে একটি সাদা বুক খোলা মেক্সি গাউন পরে হাজির হন রিহানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীত তারকা মাইলি সাইরাসও। বেশ খানিকক্ষণ ডিজের তালে তালে নাচতে থাকেন রিহানা ও মাইলি। এরপরই সেখানে পার্টিতে উপস্থিত হন ট্রেবিস স্কট। এরপর স্কটের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটান রিহানা। তারা সে সময় মদ্যপান করেন একসঙ্গে। এরপর হঠাৎ করেই সবার সামনে বেসামাল হয়ে পড়েন রিহানা ও স্কট। একে অপরকে চুমু খেতে থাকেন তারা। এরপর রুমের এক কোনায় গিয়ে একে অপরকে জড়িয়ে ধরেন তারা। তাদের এ অবস্থায় ক্যামেরাবন্দিও করতে ভুলেননি উপস্থিত অতিথিরা। ঠিক সে সময়ই নিজেদের সামলে নেন রিহানা ও স্কট। এরপর আবারও পার্টিতে মনোযোগ দেন তারা। বিষয়টি নিয়ে তাদের দুজনের কাছেই মিডিয়া প্রশ্ন ছুড়ে দিলেও এ বিষয়ে কেউই মুখ খুলতে রাজি হননি। ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে গেছেন।