Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
100দেশ ছাড়িয়ে এবার কলকাতার গণমাধ্যমেও বেশ আলোচনায় এসেছেন নুসরাত ফারিয়া। সেখানকার ‘ওবেলা’ পত্রিকায় প্রকাশ হয়েছে তার একটি সাক্ষাতকার। এতে আসছে ১৮ই সেপ্টেম্বর কলকাতায় মুক্তি প্রতিক্ষীত ছবি ‘আশিকি’ নিয়ে কথা বলেছেন ফারিয়া। পাশাপাশি তার ব্যক্তি জীবনের নানা কথাও সে সাক্ষাতকারে উঠে এসেছে। বাংলাদেশের ও কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য কি? ওবেলা’র প্রতিবেদকের করা এই প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলতে শুধু টেলিভিশন ইন্ডাস্ট্রিকেই বোঝায়। ওখানে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার সেটা দেখে বিচার করা হয় কে স্টার আর কে নয়। এছাড়াও নিজের প্রেমের কথা জিজ্ঞাস করা হলে ফারিয়া জানান, আই অ্যাম সো মাচ ইন লাভ। কিন্তু নামটা বলা যাবে না। আমি খুব আবেগপ্রবণ ও ছটফটে। আর আমার দুষ্টোমি-ছটফটানি তখনই চার্জড হয়, যখন আমি কোন সম্পর্কে থাকি। এর চেয়ে বেশি এখনই কিছু বলছি না। এসবের পাশাপাশি ‘আশিকি’ ছবিতে অঙ্কুশের সঙ্গে রোমান্স, লন্ডনে শুটিংয়ের অভিজ্ঞতা ও টালিগঞ্জসহ অনেক বিষয়ে ওবেলা’র সাক্ষাৎকারে বলেছেন।