Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
25চিত্রনায়িকা মাহিয়া মাহির পর এবার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রকে ছোট করে বিতর্কিত মন্তব্য করলেন নবাগত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কলকাতার ‘এবেলা’ নামের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ফারিয়া বলেন, ‘বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলতে টেলিভিশন মিডিয়াকেই বোঝায়। এখানে স্যোশাল মিডিয়ায় ফলোয়ার দেখে বিবেচনা করা হয় কে স্টার, আর কে নয়।’ ফারিয়ার এমন মন্তব্যে সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশর চলচ্চিত্রাঙ্গনে। এ ধরনের মন্তব্যে নিজ দেশের চলচ্চিত্র শিল্পকে ছোট করা হয়েছে-এমন অভিযোগ উঠেছে। এর আগে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমার প্রচারণার সময় কলকাতার ‘আনন্দ বাজার’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মাহি বলেছিলেন, ‘বাংলাদেশে নায়িকা হতে গেলে মোটা হওয়া লাগে।’ মাহির পর বিতর্কিত মন্তব্য করলেন ফারিয়া। এ ঈদেই মুক্তি পাবে ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’। সিনেমাটি বাংলাদেশ কলকাতার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এদিকে ফারিয়ার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অনেকেই। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব ও গুণী নির্মাতা এস এ হক অলিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘ফারিয়া এটা কি বললে তুমি? বাংলা ভাষা, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বোপরি বাংলাদেশ তোমার, আমার, আমাদের সকলের। কেন নিজেকে, নিজের দেশের ফিল্ম ইন্ডাস্টিকে ছোট করছো? এটা তো বাংলাদেশকে ছোট করা হলো। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এতো বড় যে সেখানে তুমি ধুলি কনা মাত্র। নিজের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসো, মাতৃভাষাকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো। তাহলে সবাই তোমাকে ভালোবাসবে।’ অলিকের স্ট্যাটাসে কমেন্টে বজলুর রাশেদ চৌধুরী নামের একজন লেখেন, ‘ফারিয়া নামের পরদেশ প্রেমীরা অল্প পানির মাছ, অবশ্য এ ধরনের অল্প পরিচিত অখ্যাত লোকেরা উল্টা-পাল্টা কথা বলে নিজের পরিচিত বাড়ানোর অপচেষ্টা করে থাকে। এটা নতুন কিছু নয়। পাত্তা না দেওয়াই উত্তম।’ উজ্জ্বল নামের আরেকজন কমেন্টে লেখেন, ‘পিচ্চি মেয়ে, সবে মাত্র ইন্টারমিডিয়েট শেষ করেছে। এখনও কলেজের গন্ধ গা থেকে যায়নি। ভুল করে হয়তো বলে ফেলেছে। অল্প পানির মাছ অথৈ পানিতে পড়লে যা হয় আর কী। যাই হোক, নুসরাত, ভবিষতের জন্য তোমাকে জিহ্বার হেফাজত করতে হবে। কোনো বক্তব্য প্রদানের পূর্বে অবশ্যই সংযত, মার্জিত এবং মাতৃভূমি বাংলাদেশ সংশ্লিষ্ট সকল প্রকার জিনিসের প্রতি পূর্ণ সন্মান রেখে বক্তব্য দিতে হবে। আর অলিক স্যার, আপনারা যারা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিজের কর্ণধার তারা এ সব পিচ্চিদের যথাযথ ট্রেইন করানোর উদ্যোগ গ্রহণ করুন প্লিজ।