Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
42ব্যাকপেইনের তীব্র ব্যথায় কাহিল নায়িকা। একেবারেই নড়াচড়ার অবস্থা না থাকায় অংশ নিতে পারছেন না শুটিংয়ে। তাই বলে কি এখন ‘সত্ত্বা’র কাজকর্ম সব বাদ দিলে চলবে? চলতি মাসের ১৮ তারিখ থেকে হাসিবুর রেজা কল্লোলের এই ছবির কাজ শুরু হয়ে যাচ্ছে। এর আগে, গত ১০ আগস্ট ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণেই আসতে পারেননি পাওলি। সেই সমস্যা এখনো না মেটায় শাকিবকে নিয়েই কাজ শুরু করে দিচ্ছেন পরিচালক।
পরিচালক কল্লোল বলেন, ‘আমি কিছুদিন আগে পাওলি দামের সঙ্গে কথা বলতে কলকাতা গিয়েছিলাম। আমরা সবাই শুটিং শেষ করতে চাই। ভারতে যেমন পাওলি ব্যস্ত সময় পার করছেন, তেমনি নায়ক শাকিব খানের অবস্থাও একই। পাওলির ব্যাকেপেইনের ব্যথা বাড়ায় তিনি বাংলাদেশে আসতে পারেননি। ডাক্তারের সঙ্গে আমার যোগাযোগ আছে। তিনি ১৮ তারিখ পাওলিকে দেখবেন। আশা করছি, প্রথম শুটিংয়ের দিনই বলতে পারব পাওলি কবে শুটিং করবে। এর মধ্যে আমি শাকিব খানের শুটিং শেষ করতে চাই। এরপর পাওলি আর শাকিবের পাঁচদিন শুটিং করতে পারলেই ছবির কাজ শেষ হয়ে যাবে। বাকি থাকবে তিনটা গান। সেটাও একটা সুযোগ বুঝে শেষ করতে পারব। তবে আমি ছবিটি নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করতে চাই না। মনে রাখতে হবে এটা চলচ্চিত্র, যে কারণে এখানে কোনো ছাড় দেওয়া যাবে না।’
সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্ত্বা’ ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও পাওলি দাম। এ ছাড়া আরো অভিনয় করছেন- নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খান প্রমুখ।
ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় গত বছরের ১৬ নভেম্বর থেকে দৃশ্যায়নের কাজ শুরু হয়। চিত্রগ্রহণের কাজ করছেন টি ডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সংগীত পরিচালনায় এ ছবিতে মোট ছয়টি গান থাকছে। এগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ।