Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
45টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শ্রাবস্তী দত্ত তিন্নি ফিরেছেন চেনা ভুবনে। দীর্ঘ বিরতির পর নতুন নাটকের শুটিং করছেন তিনি।
রাজধানীর উত্তরায় মঙ্গলবার শুটিংয়ে অংশ নিয়েছেন তিন্নি। নাটকটিতে তার সহশিল্পী চিত্রনায়ক নীরব। এর মাধ্যমে দীর্ঘদিন পর জুটি বেঁধেছেন জনপ্রিয় এই দুই তারকা।
নির্মাতা সূত্রে জানা গেছে, তিন্নির কামব্যাক নাটকের নাম ‘একই বৃন্তে’। এর কাহিনী লিখেছেন তিন্নির মা কস্তুরী দত্ত মজুমদার। চিত্রনাট্য তৈরি করেছেন আলী আজাদ। নাটকটি পরিচালনা করছেন সুজন শাহরিয়ার।
দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিন্নি মঙ্গলবার রাতে বলেন, ‘ইচ্ছা করে কেউ নিজেকে আড়াল করে না। নিয়মিত কাজ করি না, এটা আমারই কষ্ট। ভক্তদের চেয়েও এই কষ্ট আমার বেশি। আমি সব সময়ই তাদের সান্নিধ্যে থাকতে চেয়েছি। নতুন করে আবার শুরু হল। এখন থেকে নিয়মিত অভিনয় করব।’
এ প্রসঙ্গে অভিনেতা নীরব বলেন, ‘তিন্নি আমার একজন ভাল বন্ধু। ৬-৭ বছর পর আবার ওর সঙ্গে অভিনয় করছি। এটা আমার জন্য খুব আনন্দের ব্যাপার। বন্ধু হিসেবে সব সময় ওর পাশে থাকার চেষ্টা করেছি। আমি চাই তিন্নি আবার সুন্দরভাবে কাজ করুক। এই দেশের দর্শক ওকে মনে রেখেছে।’
নীরব ও তিন্নি প্রথম একসঙ্গে অভিনয় করেন ২০০৬-০৭ সালে ‘কবি বলেছেন’ নাটকে। এটি নির্মাণ করেছিলেন ইফতেখার আহমেদ ফাহমি। একই নির্মাতার ‘সিনেমা’ নামের নাটকেও জুটি বেঁধেছিলেন তারা। এর ফাঁকে তিন্নি ও নীরবকে মডেল হিসেবে দেখা যায় ‘মুখে মুখে হাসি’ জিঙ্গেল ও নৃত্যনির্ভর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে। এটি সে সময় তুমুল জনপ্রিয় হয়েছিল।