Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
55৬ কোটি রূপি মূল্যের আংটির মাধ্যমে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউড অভিনেত্রী অসিন। আর এ প্রস্তাবটি আসে তার হবু বর রাহুল শর্মার পক্ষ থেকে। ভারতীয় এ ব্যবসায়ী এক বছর আগে পাক্কা ৬ কোটি রূপি খরচ করেন অসিনকে ভালোবাসা ও বিয়ের কথা বলার জন্য। জানা যায়, প্রেমিকার জন্য হাতভর্তি চমক দেওয়ার জন্যই এই পরিকল্পনা আঁটেন রাহুল। এবং পাশ্চাত্যের নাটকীয় কায়দা- হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। ২০ ক্যারটের বিশেষ পাথরে তৈরি এই আংটিটি আনা হয়েছিল বেলজিয়াম থেকে। যার নকশা করে দেন অসীন-রাহুলের ডিজাইনার এক বন্ধু। এরপর তারা তাদের বিষয়টি পরিবারকে জানায়। ‘গজনি’ ছবিখ্যাত এ তারকা নিজের বিয়ের জন্য আপাতত কোনও ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না। কারণ হিসেবে জানিয়েছেন, ‘এখন আমি ব্যক্তিগত জীবনে বেশি মনোযোগ দিতে চাই।’ রাহুল শর্মার সঙ্গে অসিনের পরিচয় করিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। একটি ছবির শ্যুটিং স্পটে তাদের প্রথম দেখা হয়েছিল।