খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
দর্শকপ্রিয় এবং হলিউডের এক নাম সেলেনা গোমেজ। গান, পারফর্মেন্স এবং অভিনয় দিয়ে করেছেন সবার মন জয়। ফ্যাশনিস্তা হিসেবেও তার বেশ নাম ডাক। এবার লাইফ স্টাইল ম্যাগাজিন এলির প্রচ্ছদে আসছেন ২৩ বছর বয়সী তারকা। অক্টোবর সংখ্যায় প্রচ্ছদ কাহিনির সঙ্গে থাকবে তার বিশেষ সাক্ষাৎকার- পেশাগত জীবন, ব্যক্তি সেলেনা এবং ফ্যাশন সম্পর্কে বিশদে বলেছেন তিনি। বাদামী চামড়ার পোশাক এবং ধোঁয়াটে চোখের সেলেনাকে প্রচ্ছদে পেতে অপেক্ষায় তার ভক্তকূল।