খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
আনুশকা শর্মার পর এবার বোধহয় ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে মন দিলেন আরও এক বলিউডি সুন্দরী। তিনি আলিয়া ভাট।
সম্প্রতি এমন গুঞ্জনই ঘুরপাক খাচ্ছে। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এই কাণ্ডের খবর!
বিরাট কোহলির রূপে-গুণে মুগ্ধ আলিয়া। তার কাছে বিরাট একজন ‘সেনসেশনাল পারফরমার’।
কি এমন ‘সেনসেশন’ আলিয়াকে দিয়েছেন বিরাট? আলিয়ার কথায়, বিরাটকে দেখে আমি মুগ্ধ। ওর ব্যাটিংয়ের ক্ষমতা অসাধারণ। ওকে দেখেই অনেক মেয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই পরিস্থিতি বিরাট ভালই সামলায়! আলিয়ার এই কথাতেই বলিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
বিরাটকে দেখে কি আলিয়াও অজ্ঞান হয়েছিলেন? এ প্রশ্নের উত্তর অবশ্য মুচকি হেসে এড়িয়ে গিয়েছেন তিনি। বিরাটের ‘গার্লফ্রেন্ড’ যে তারই কলিগ তাও ভালই জানেন মেয়ে।
তবুও নিজের ভাললাগার কথা খোলাখুলি শেয়ার করেছেন মহেশ-কন্যা। আলিয়ার মতে, দশ জন ‘হ্যান্ডসাম’ ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথম সারিতেই থাকবেন বিরাট। তবে আলিয়ার এই মন্তব্য নিয়ে এখনও মুখ খোলেননি ‘বিরুষ্কা’ জুটি।