Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
25এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন শাবনূর। তার সত্যিকারের নাম হল নুপুর। তিনি দীর্ঘদিন বাংলাদেশী চলচ্চিত্রে নায়িকাদের মাঝে প্রথম অবস্থানে থেকে অভিনয় করেছেন। নায়ক সালমান শাহ’র সাথে জুটি বেঁধে যে সমস্ত চলচ্চিত্রে অভিনয় করেন তার সবগুলোই ছিল ব্যবসায়িক মানদন্ডে সফল।
এই ছবিতে কাজ করার সময় বার বারই আক্ষেপের সুর শোনা গেছে শাবনূরের কণ্ঠে। আরো কিছুদিন সময় পেলে ফিগার ঠিক করা যেত। মাত্র তিন মাস সময় পেলেই আমি আবার স্লিম হতে পারতাম।
শাবনূর এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন। গত ১৪ আগস্ট তিনি দেশ ছাড়েন। সঙ্গে ছিল শাবনূরের ছেলে আইজান নিহান।
নায়িকা শাবনূরের সহকারী মোহাম্মদ সেলিম জানান, এখন বিদেশে থাকলেও এক চমক নিয়ে ফিরে আসবেন নায়িকা শাবনূর।
মোহাম্মদ সেলিম বলেন, প্রতি বছরই এই সময়ে তিনি অস্ট্রেলিয়ায় যান। তবে এবার তিনি কাজও করবেন। অনেক ছবিতে কাজ করার কথা ছিল। সবাই খুব জোরও করেছিলেন। কিন্তু বর্তমান ফিগার নিয়ে তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না।
তিনি আমাকে বলেছেন, সেখানে তিনি জিমে ভর্তি হবেন, নিয়মিত ব্যায়াম করবেন, খাবার কমাবেন। নায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানকে দেখে তিনি আরো উৎসাহ পেয়েছেন। তাঁরা দুজনই কম সময়ে যেভাবে শরীর কমিয়েছেন তাতে তিনি উৎসাহ পেয়েছেন। আমার মনে হয়, ম্যাডাম একটা চমক নিয়ে ফিরবেন। আগামী তিন মাসের মধ্যে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।