Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
26সম্পর্ক নিয়ে বিরাট-আনুশকার মতো সোজাসাপ্টা ঘোষণা দেননি তাঁরা। তবে লুকিয়ে-চুকিয়ে প্রেম করছেন না রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। স্বভাবসুলভ বোহেমিয়ান রণবীর মাঝেমধ্যেই পারলে এ নিয়ে ঘোষণা যেন দিয়েই ফেলেন। যেমন করেছেন কয়েক দিন আগে, মিসমালিনীর খবর সেদিকেই সবার নজর কেড়েছে। দীপিকার জন্য নিজের ‘ডেডিকেশন’ দেখাতে এতটুকুও কার্পণ্য করেননি রণবীর!
‘বাজিরাও মাস্তানি’ নিয়ে খুবই ব্যস্ত সময় কেটেছে দুজনের। একে সঞ্জয় লীলা বনসালির ছবি, তার ওপরে নামভূমিকায় অভিনয়! ছবির কাজ শেষে এখন চলছে প্রচারণা পর্ব। পুনেতে একটি প্রচারণা অনুষ্ঠানে গিয়েছিলেন দুজনে। সেখানে ভক্তদের উপচেপড়া ভিড় থাকবে, এমনটাই স্বাভাবিক। হয়েছেও সেটাই। আর সেখান থেকে দীপিকাকে রক্ষা করার জন্য রীতিমতো খাঁটি বডিগার্ডের মতো ভূমিকা পালন করেছেন রণবীর। একেবারে আগলে নিয়ে তাঁকে আলাদা করেছেন হট্টগোল থেকে।
শুধু তা-ই নয়, সে সময়কার ছবি পরে টুইটারেও আপলোড করেছেন রণবীর। সঙ্গে দিয়েছেন ঘোষণা, ‘দেখুন, রণবীর দীপিকাকে কীভাবে পাহারা দিচ্ছে, প্রমাণ দিচ্ছে (রণবীর) যে সে দীপিকাকে কখনোই ছেড়ে যাবে না এবং সব সময়ই তাঁর পাশাপাশি থাকবে, শেষ পর্যন্ত।’
এমনই দুর্দান্ত ঘোষণার পর বলিউডের এই প্রেমিকযুগলের সম্পর্ক নিয়ে কি আর সন্দেহ থাকতে পারে?