Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
49এবার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ও অভিভাবকরা মূল সংযোজন করের (ভ্যাট) বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁরা রাজধানীর ধানমণ্ডিতে সাতমসজিদ রোডে মানববন্ধন করেন।
মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। সচেতন অভিভাবক সমাজের ব্যানারে অংশগ্রহণকারীরা অবিলম্বে ইংরেজি মাধ্যম স্কুল থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।
অভিভাবক মনির আলম চৌধুরী বলেন, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষায় ভ্যাট আরোপ চলবে না। এক দেশে দুই আইন বৈষম্যমূলক। আমরা এ আইন মানি না।’ তিনি বলেন, ‘অভিভাবকদের পক্ষ থেকে আমরা ছয় সদস্যের প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেছিলাম। তিনি আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।’
সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করার প্রতিবাদে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। টানা কয়েক দিনের আন্দোলনে সরকার তাঁদের দাবি মেনে নিয়ে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।