Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
100সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নগ্ন, অর্ধনগ্ন কিংবা ব্যাপক খোলামেলা ছবি পোস্ট করে চমক তৈরি করা বিশ্বখ্যাত অভিনেত্রী ও সংগীত তারকাদের যেন নিয়মে পরিণত হয়েছে। সংগীত তারকা রিহানা, বিয়ন্সে, মাইলি সাইরাস, লেডি গাগা থেকে শুরু করে অভিনেত্রী প্যারিস হিলটন, জেনিফার লরেন্সের মতো অভিনেত্রীরা টুইটারে এরকম ছবি পোস্ট করে আলোচনায় থাকছেন হরহামেশাই। এবার এ তালিকায় যোগ হলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডায়াজ। সম্প্রতি টুইটারে নিজের একটি নগ্ন ছবি পোস্ট করে ঝড় তুলেছেন এ অভিনেত্রী। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। কারণ টুইটারে এর আগে কখনও এরকম ছবি প্রকাশ করতে দেখা যায়নি ডায়াজকে। তবে এ অভিনেত্রী যে ছবিটি প্রকাশ করেছেন সেটি তার টিনএজ বয়সের ছবি। যখন তার বয়স মাত্র ১৬। সে সময় সবেমাত্র হলিউডে পা রেখেছেন ডায়াজ। তখন ব্যক্তিগতভাবে বেশ কিছু ছবি তুলেছিলেন তিনি। সেই ছবিগুলো কখনও প্রকাশ করেননি। সেখানে কয়েকটি নগ্ন ছবিও ছিল তার। তবে সম্প্রতি এখান থেকে একটি ছবি টুইটারে পোস্ট করলেন তিনি। এ ছবিতে তাকে দেখা গেছে সম্পূর্ণ নগ্ন অবস্থায়। কোন পোশাক পরেননি। কেবল হাত দিয়ে নিজের গোপন স্থানগুলো ঢেকে রেখেছেন। নিজের স্মৃতি রোমন্থন করেই এ ছবিটি এভাবে সবার সামনে এনেছেন ডায়াজ। ছবিটির পাশে তিনি লিখেছেন, আমি মাত্র ১৬ বছর বয়সে মিডিয়ায় কাজ শুরু করি। অনেক বাধা বিপত্তি উতরে আমি এ পর্যন্ত এসেছি। হঠাৎ করেই আমি আগের এ ছবিগুলো দেখতে পেলাম। ফিরে গেলাম সেই টিনএজ বয়সে। সেই সময়কার ডায়াজ কেমন ছিল, তা সবার সঙ্গে ভাগ করার জন্যই এ ছবিটি পোস্ট করলাম। কেমন লাগছে আমাকে