Wed. Jul 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
8নিজের ভাবমূর্তি ফিরে পেতে ক্ষণে ক্ষণে রঙ বদল করে চলেছেন বিতর্কিত অভিনেত্রী নাজনিন আকতার হ্যাপী। পেসার রুবেলের বিরদ্ধে ধর্ষণ মামলা করলেও তা ধোপে টেকেনি। বারবার জানিয়ে এসেছেন, ভালোবাসেন রুবেলকে। অন্যদিকে, রুবেলও সাফ জানিয়ে দিয়েছেন হ্যাপির সঙ্গে তার কোন সম্পর্ক ছিলো না। সেই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা যেকোন অনুষ্ঠান; সবখানেই রুবেলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন উঠতি এই নায়িকা। কদিন আগেই তাবলীগে যাচ্ছেন বলে আলোচনায় আসেন। নিজের ইমেজকে সবার কাছে ফিরে পেতে নিজের চেষ্টার ত্রুটি করছেন না তিনি। সর্বশেষ ভারতর জনপ্রিয় ইসলাম প্রচারক, ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েকের প্রশংসা করে আবারো আলোচনায় আসলেন। তবে কি, নতুনভাবে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি? তার এমন পরিবর্তনে অনেকেই ইতিবাচক দিক হিসেবে নিচ্ছেন। অনেকে আবার এগুলোকে নাটক বলে উড়িয়ে দিচ্ছেন। সাম্প্রতিক কালের জনপ্রিয় বক্তা ও ইসলাম ধর্মের বিশ্লেষক ড.জাকির নায়েকের বক্তব্য তার অনেক ভালো লাগে বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন: এই মুহূর্তে যার কথা আমার সবচেয়ে বেশি ভাল লাগে, যার কথা শোনার সময় আমার সব খেয়াল হারিয়ে যায়, তার কথাগুলো আমার ভেতর যাদুর মত কাজ করে! এমনকি নামাজ, কোরআন আর হাদীস পড়ার পর, যেই সময় থাকে সেই সময় জুড়ে আমার শুধু তারই লেকচার শুনতে ইচ্ছা করে। তিনি ডঃ জাকির নায়েক। ইসলামের কথা যখন তিনি বলেন, তখন তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সুবাহান আল্লাহ! প্রতিটি মুসলমান যেন, তার ভেতরে ইসলামের নূর প্রবেশ করাতে পারে, আল্লাহ তায়ালা সবাইকে সেই তৌফিক দান করুক। আমীন। এদিকে বিশ্বকাপের আগে রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন হ্যাপী। তার অভিযোগ, রুবেল তার সঙ্গে প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। কিন্তু পরে বিয়ে করতে অস্বীকার করেন। এ নিয়ে ক্রিকেট অঙ্গন ও মিডিয়াপাড়ায় অনেকদিন ধরেই আলোচনা-সমালোচনার ঝড় চলে।

অন্যরকম