খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথমবারের মতো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন কঙ্গনা রনৌত ও অমিতাভ বচ্চন! তবে সিনেমায় নয়, এ জুটিকে দেখা যাবে বিজ্ঞাপন চিত্রে। একটি জনপ্রিয় প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনের জন্যই সম্প্রতি জুটি বেঁধেছেন কঙ্গনা ও অমিতাভ। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন ‘মুন্না সিরিজ’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’খ্যাত রাজকুমার হিরানি। অক্টোবর মাসের শেষের দিকে ছোটপর্দায় প্রচার শুরু হবে বিজ্ঞাপনটির। দুই বছর আগে ‘কুইন’ চলচ্চিত্রে কঙ্গনার অভিনয় দেখে অভিভূত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সে সময়ে কঙ্গনাকে ফুলসহ একটি চিঠিও পাঠিয়েছিলেন। লিখেছিলেন, খুব কম অভিনেতাই এ রকম সাবলীলভাবে ক্যামেরাকে উপেক্ষা করতে পারে! কঙ্গনা সেটা পেরেছেন। তাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আরও লিখেছিলেন, এ রকম বলিষ্ঠ অভিনয়ের জন্য কঙ্গনাকে বেশ হিংসেও হয় তার! তারপর সময়ের সঙ্গে সঙ্গে অমিতাভ বচ্চনের বেড়েছে কঙ্গনা প্রীতি। বিভিন্ন সময় তিনি জানান, কঙ্গনার সঙ্গে অভিনয় করতে পারলে বেশ হতো! সেই সুযোগ মিলেও গেল।