খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫ :
বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা শাবানা অভিনয় ছেড়েছেন ১৯৯৭ সালে। এরপর আর ক্যামেরার সামনে ধরা দেননি। থাকেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। মাঝেমধ্যে অনেকটা চুপিসারেই দেশে ঘুরে যান। শাবানা ভক্তদের জন্য খবর হলো তিনি আবার দেশে ফিরেছেন। বোনের ছেলের বিয়ে উপলক্ষে তার এই সফর।
ভাগ্নের নাম শেখ শরিফুল মবিন রবি। গত ১৬ সেপ্টেম্বর বারিধারা ডিওএইচএস’র একটি কমিনিউনিটি সেন্টারে এ বিয়ের আনুষ্ঠানিকতা হয়। এতে তিনি রবি ও কনে ঊর্মির গুরুজন হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের বিভিন্ন মুহুর্তে বোরখা পরিহিতা হাস্যোজ্জ্বল শাবানাকে ক্যামেরাবন্দী করেছেন ফ্যাশন ফটোগ্রাফার ওয়েডিং স্টোরির প্রধান অপূর্ব আব্দুল লতিফ। আর এই ছবিগুলোর মধ্যে শাবানা তার স্বজনদের সঙ্গে সেলফি তোলার ক্ষনটিও রয়েছে। যা শাবানা ভক্তদের চমকিত করেছে, স্মৃতি রোমন্থনে নিয়ে গেছে রুপালী পর্দার শাবানার কাছে।
২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। এরপর তার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রডাকশন থেকে ছবি নির্মাণের ঘোষাণা দিলেও তার আর হয়ে উঠেনি। তবে বছরে খুব চুপিসারে দু একবার দেশে আসেন তিনি। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি।
১৯৬৭ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের পরিচালনায় ‘চকোরী’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে আবির্ভাব ঘটে শাবানার। দীর্ঘ ৩৪ বছরের অভিনয় জীবনে তিনি অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন।