Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫ :
24অসম প্রেমের একটি নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা নিপুণ। নাটকের নাম বয়ঃসন্ধি।
নাটকে নিপুণের প্রেমিক হিসেবে অভিনয় করছে ১৪ বছর বয়সী মাশরুর রশীদ। নাটকটিও তাকে ঘিরেই আবর্তিত হয়েছে।
বয়ঃসন্ধির সময়টায় একজন কিশোরকে যে আত্মদ্বন্দ্বের মধ্য দিয়ে যেতে হয়, তা-ই ফুটে উঠবে নাটকে।
নাটকটি পরিচালনা করছেন ইমরান ইমন। এর রচয়িতাও তিনি।
গল্পের কিছু অংশ ফাঁস করে দিয়ে পরিচালক বলেন, নাটকে নিপুণের চরিত্রের নাম লাবণী। তার স্বামী অসুস্থ। লাবণী নাড়ু বানিয়ে বিক্রি করে। কাজে সহযোগিতার জন্য সন্ধি নামে এক কিশোরকে সঙ্গে নেয় সে। লাবণীর সঙ্গে কাজ করতে করতে একসময় সন্ধি অনুভব করে সে লাবণীকে ভালোবাসে। এই অনুভূতির কথা প্রকাশ করলে লাবণী চড় মারে সন্ধিকে।
বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাওয়া সন্ধি মানসিকভাবে আরও বিক্ষিপ্ত ও বিপর্যস্ত হয়ে পড়ে। তারপর গল্প ভিন্ন দিকে গড়াতে থাকে।
বয়ঃসন্ধি তৈরি করা হচ্ছে অনলাইন চ্যানেল থার্ডবেলের জন্য। এটি ঈদের দিন থেকে অনলাইন চ্যানেলটিতে দেখা যাবে। শুক্রবার এই নাটকের শুটিং শুরু হয়েছে।