খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫ :
আজ ১৯ সেপ্টেম্বর প্রয়াত চিত্রতারকা সালমান শাহের ৪৪তম জন্মবার্ষিকী। ভক্ত ও সহকর্মীরা প্রিয় নায়ক সালমান শাহের জন্মদিন উদযাপনের উদ্যোগ নিয়েছেন। এ উপলক্ষে কেক কেটে ও স্মৃতিচারণার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হবে।
আজ বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন চত্বরের উন্মুক্ত মঞ্চে থাকবে আলোচনা সভা। সালমান শাহ স্মৃতি পরিষদ আয়োজন করেছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকামেলার। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সালমান শাহের মা নীলা চৌধুরী।
বেশ কয়েক বছর ধরেই সালমানের জন্মদিনে এই আয়োজনটি করে আসছে সালমান শাহ স্মৃতি পরিষদ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সে সময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে নায়ক ফেরদৌস, মৌসুমী, রুবেল, কনকচাঁপা, আগুন, অমিত হাসান, জায়েদ খান, সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ আরো অনেকের।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমেই তারকাখ্যাতি পান সালমান। এই ছবিটি ভারত থেকে মূল ছবির প্রযোজক ও পরিচালকের অনুমতি নিয়েই তৈরি করা হয়। পরিচালক সোহানও তখন ঢাকার চলচ্চিত্রে নতুন। তাঁর ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে প্রথম সাক্ষাতেই দর্শক নড়েচড়ে বসল নতুন সুদর্শন তরুণ নায়ক সালমানকে দেখে। সেই সাথে ভালো লাগতে থাকে সালমান-মৌসুমী জুটিকে। এরপর সালমানের সঙ্গে জুটি বাঁধেন শাবনূর। ‘তুমি আমার’ ছবিটি সালমান-শাবনূর জুটির প্রথম কাজ। এই জুটিকেও বাংলাদেশের দর্শক বেশ সাদরে গ্রহণ করেছিল।
মাত্র তিনবছরের ক্যারিয়ারে প্রয়াত সালমান যেসব খ্যাতিমান ও গুণী পরিচালকের ছবিতে কাজ করেছিলেন তাঁদের নাম ও ছবির তালিকা – সোহানুর রহমান সোহান (কেয়ামত থেকে কেয়ামত), শিবলি সাদিক – (অন্তরে অন্তরে, আনন্দ অশ্র“ ও মায়ের অধিকার), জহিরুল হক ( তুমি আমার ও সুজন সখী), গাজী মাজহারুল আনোয়ার (স্নেহ), শফি বিক্রমপুরী ( দেনমোহর), দিলিপ সোম (মহামিলন), এম এম সরকার (চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী), বাদল খন্দকার ( স্বপ্নের পৃথিবী), হাফিজউদ্দিন ( আঞ্জুমান), দেলোয়ার জাহান ঝনটু ( কন্যাদান), মালেক আফসারি ( এই ঘর এই সংসার), এম এ খালেক ( স্বপ্নের পৃথিবী), জীবন রহমান (প্রেমযুদ্ধ), মোহাম্মদ হান্নান (বিক্ষোভ), মোহাম্মদ হোসেন (প্রিয়জন), মতিন রহমান (তোমাকে চাই), শাহ আলম কিরণ ( বিচার হবে), জাকির হোসেন রাজু ( জীবন সংসার) তমিজ উদ্দিন রিজভী (আশা ভালোবাসা)।