Tue. Sep 16th, 2025
Advertisements
  1. খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
    78গাবতলী পশুর হাটে শনিবার একটি গরুর দাম হাঁকা হয়েছে ২২ লাখ টাকা। গরুটির মালিক আলমগীর হোসেন জানান, তিনি গরুটিসহ মোট ১১টি গরু নিয়ে আজ সকালেই কুষ্টিয়া থেকে ঢাকায় এসেছেন। তিনি বলেন, তিন বছর আগে তিনি গরুটি কিনেছিলেন পাবনা থেকে। তখন গরুটির বয়স ছিল এক বছর। অস্ট্রেলিয়ান চার বছর বয়সী ছয় দাঁতের এই গরুটির উচ্চতা সাড়ে পাঁচ ফুট আর লম্বায় এটি নয় ফুট। গরুটির ওজন প্রায় ৩২-৩৩ মণ। আলমগীর বলেন, ‘মানুষ দাম শুনছে, কেউ কিনতে চায়নি। ২০ লাখ হলে বিক্রি করব।’ আলমগীর তার আনা গরুগুলোর মধ্যে একটি গরুর দাম ২০ লাখ এবং আরেকটির দাম ১৮ লাখ টাকা হেঁকেছেন। তার আনা গরুর মধ্যে সর্বনিম্ন দাম ছয় লাখ টাকা। গরুকে কি খাওয়ান- জানতে চাইলে আলমগীর বলেন, এই গরুকে তিনি নিয়মিত ছোলা, ছোলার খোসা, খেসারি কলাইয়ের ডাল, গমের ভুসি খাওয়ান। তবে মোটাতাজা করার কোনো ওষুধ খাওয়াননি বলে দাবি করেন তিনি। তার দাবি, এই গরুগুলো লালনপালন করতে অনেক খরচ হয়। আলমগীরের গরুটি দেখতে আসছেন বিভিন্ন এলাকার মানুষ। গাবতলী হাটে ঢোকার মুখেই পুলিশ বক্সের পাশেই গরু নিয়ে বসেছেন তিনি। যারা গরু কিনতে আসছেন বা দেখতে আসছেন একবারের জন্য হলেও এখানে আসছেন এই বিশাল আকারের গরুটি দেখতে। কেউ কেউ ছবিও তুলে নিচ্ছেন। মিরপুর মাজার রোড থেকে দুই বন্ধু নাহিদ ও আকাশ এসেছিলেন গাবতলী হাটে গরু দেখতে। এসেই এত বড় আর দামি গরু দেখে গরুর ছবিও নিচ্ছিলেন। তারা বলেন, এই জীবনে এত বড় আর দামি গরু দেখিনি। তাই ছবি তুলে নিচ্ছি। কেউ কেউ আবার বিস্ময়ভরা চোখে প্রশ্ন তুলেছেন, একটা গরুর দাম এতো হয় কী করে, কে কিনবে এই গরু