Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
89ক্যারিয়ারের শুরু থেকেই গ্ল্যামারসর্বস্ব লারা দত্তকে পেয়েছেন দর্শকরা। অভিনয় করতে গিয়ে কখনোই খোলামেলা হতে পিছপা হননি তিনি। একাধিক ছবিতে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হয়েছেন। পাশাপাশি রগরগে দৃশ্যেও বহুবার দর্শকরা দেখেছেন লারাকে। বিয়ের আগ পর্যন্ত নিজের একটি শক্ত সেক্সসিম্বল ইমেজ গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু বিয়ে ও সন্তান জন্ম দেয়ার কারণে ২০১২ সালের পর থেকে আর নতুন কোন ছবিতে দেখা যায়নি লারা দত্তকে। তবে তার ভক্তদের জন্য সুখবর হলো ‘সিং ইজ ব্লিং’ ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। এ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবিতে তার চরিত্র একজন সাধারণ তরুণীর। এদিকে সন্তান জন্ম দেয়ার পর খানিক মুটিয়ে গিয়েছিলেন লারা। তবে তার পরপরই কঠোর পরিশ্রমের মাধ্যমে আবারও নিজের শারীরিক সৌন্দর্য আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন। বিয়ষটি অবাক করার মতো হলেও সত্যি। যে কোন পোশাক পরে কাজ করার জন্যই এখন উপযুক্ত লারা। আর তাইতো সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিকিনি পরে আবারও পর্দায় আসার আশাবাদ ব্যক্ত করেছেন এ অভিনেত্রী। এর আগে সর্বশেষ ‘ব্লু’ ছবিতে বিকিনি পরে একাধিকবার ক্যামেরাবন্দি হয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এবার এক সন্তানের মা হওয়ার পরও লারার এমন বিকিনি পরার আগ্রহে অবাক হয়েছেন সবাই। বিষয়টি নিয়ে এরই মধ্যে ফলাও করে সংবাদ প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। নিজের সাক্ষাৎকারে লারা দত্ত আরও বলেন, সেক্সসিম্বল নায়িকা হিসেবেই বলিউডে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল। আমি নিজেও অভ্যস্ত এ ধরনের ইমেজে। বিয়ে ও সন্তান হওয়ার পর মুটিয়ে গিয়েছিলোম। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আবারও জিরো ফিগারে চলে এসেছি। এটা আমার জন্য বড় পাওয়া। এখন আমি বিকিনি পরার জন্য উপযুক্ত। তাই সামনের ছবিগুলোতে বিকিনি পরে আবার দর্শকের সামনে হাজির হতে চাই। কারণ, আমি জানি সুপারহট লারা দত্তকেই দর্শক চান।